২০০ যাত্রী নিয়ে লঞ্চ ডুবি

সময়: 2:15 pm - March 10, 2025 |

মানব কথা: রাঙামাটি থেকে বরকল হয়ে হরিনা যাওয়ার পথে ২০০ জন যাত্রী নিয়ে যাত্রীবাহি লঞ্চ ডুবে যায়। তবে হ্রদে পানি কম থাকায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১০ মার্চ) বিকেলে মাইশছড়ি এলাকার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুলেখা চাকমা জানান, লঞ্চটি মাইশছড়ি নামক জায়গায় আসলে হঠাৎ পানিতে ডুবে যায়। তবে পানি কম থাকায় মানুষ হতাহত হয়নি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছেন। তবে লঞ্চে থাকা মালামাল পানিতে ডুবে গেছে।

লঞ্চে থাকা যাত্রীরা অভিযোগ করেন, অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে দুর্ঘনার শিকার হয় কাঠের এই লঞ্চটি।

এ ব্যাপারে বরকল উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা জানান, রাঙামাটি থেকে ২০০ জন যাত্রী নিয়ে বরকল হয়ে হরিনা যাওয়ার পথে মাইশছড়ি এলাকায় লঞ্চের তলায় কাঠ ফেটে গিয়ে পানি ঠুকে লঞ্চটি ডুবে যায়। খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় বিজিবি সেখানে গিয়ে ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর