ফ্লোরিডায় বিমানে অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচলেন ২৯৪ যাত্রী

মানব কথা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সোমবার সকালে স্থানীয় সময় ১১টা ১৫ মিনিটে আটলান্টাগামী ফ্লাইট ১২১৩-এর একটি ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়।
এয়ারবাস এ৩৩০ মডেলের বিমানে ২৮২ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। আতঙ্ক ছড়িয়ে পড়লেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি। জরুরি স্লাইডের মাধ্যমে দ্রুত সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, উড়োজাহাজটির পেছনের অংশ থেকে আগুন ছড়িয়ে পড়ছে এবং যাত্রীরা আতঙ্কিতভাবে স্লাইড দিয়ে বের হয়ে আসছেন।
অরল্যান্ডো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি তখন র্যাম্প এলাকায় অবস্থান করছিল। দ্রুত ফায়ার অ্যান্ড রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তাদের প্রকৌশলীরা তদন্ত শুরু করেছেন। পাশাপাশি আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প উড়োজাহাজের ব্যবস্থাও করা হয়েছে। সংস্থাটি অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে এমন একাধিক উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে, যা দেশটির বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। মার্চ মাসেও এক জরুরি অবতরণের সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তারও আগে জানুয়ারিতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের আকাশে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে ৬৭ জনের প্রাণহানি ঘটে।