নেতানিয়াহুর বাসভবনে আবারও বোমা হামলা

সময়: 6:08 am - November 17, 2024 |

মানব কথা: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আবারও বোমা হামলা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) রাতে সিজারিয়া এলাকায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়।

হামলার পর ওই বাড়ির উঠানে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় নেতানিয়াহু এবং তার পরিবার বাড়িতে ছিলেন না।

ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলাটি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী শিন বেত ও পুলিশ একযোগে তদন্ত করছে। এ হামলার জন্য এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, ‘এভাবে প্রধানমন্ত্রীকে বারবার হামলার শিকার হওয়া মেনে নেওয়া যায় না।’

এ হামলার ঘটনায় রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড এবং জাতীয় ঐক্যের চেয়রম্যান বেনি গ্যান্টজ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

এর আগে ২১ অক্টোবরেও নেতানিয়াহুর বাসভবনে লক্ষ্য করে লেবাননের হিজবুল্লাহর ড্রোন হামলার ঘটনা ঘটে। হিজবুল্লাহ তাদের হামলার দায়িত্ব স্বীকার করেছিল এবং নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর