হিজবুল্লাহ ও ইসরাইলে অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে হামাস
সময়: 10:51 am - November 27, 2024 |
মানব কথা: লেবাননে হিজবুল্লাহ ও ইসরাইলের অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।
হিজবুল্লাহর সাথে অস্ত্রবিরতি চুক্তিটি ইসরাইলি মন্ত্রিসভা মঙ্গলবার অনুমোদন করে। আজ বুধবার সকাল ১০টা থেকে তা কার্যকর হয়।
হামাসের এই কর্মকর্তা বলেন, ‘আমরা মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দী বিনিময়ের জন্য একটি গুরুতর চুক্তির জন্য প্রস্তুত।
তবে তিনি চুক্তিতে বাধা দেয়ার অভিযোগ তুলেছে ইসরাইলের বিরুদ্ধে।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল