ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত

সময়: 11:30 am - December 26, 2024 |

মানব কথা: গাজার একটি হাসপাতালের পাশে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় সাংবাদিকরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের পাশে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করছিলেন। তখন তাদের সম্প্রচার গাড়িটিতে ইসরায়েলি বিমান বোমা ফেলে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আলজাজিরার সংবাদদাতা আনাস আল-শরিফ এ বর্ণনা দেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সাদা রঙের গাড়িটির পেছনে বড় লাল অক্ষরে ‘প্রেস’ শব্দ তখনও স্পষ্ট এবং দূর থেকে লক্ষণীয়।

নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

আল জাজিরার আনাস আল-শরিফ বলেছেন, নিহত আয়মান আল-জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। প্রসবব্যথার কারণে তাকে হাসপাতালে আনা হয়। এ সন্তানই তাদের প্রথম সন্তান হতে চলেছে।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইসরায়েলি হামলার পর বেসামরিক প্রতিরক্ষা দল সেখানে পৌঁছায়। তারা ঘটনাস্থলের আগুন নিভিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আলজাজিরা ইসরায়েলের নিষেধাজ্ঞার আওতায় থাকায় প্রতিনিধিরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেনি।

এই মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের চার ফিলিস্তিনি সাংবাদিককে হত্যার নিন্দা করেছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশটিকে মিডিয়ার বিরুদ্ধে হামলার জন্য দায়বদ্ধ রাখার আহ্বান জানিয়েছে। কিন্তু তাতে কর্ণপাত করেনি ইসরায়েল। উল্টো সাংবাদিক নিহতের আলোচনার মধ্যেই একসঙ্গে এবার পাঁচজনকে হত্যা করল তারা।

সিপিজের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বহুজন।

Share Now

এই বিভাগের আরও খবর