ফ্যাসিবাদের দোসর প্রকৌশলী আলী হোসেন এখনও বহাল তবিয়তে

সময়: 12:24 pm - January 12, 2025 |

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদের দোসর প্রকৌশলী মোঃ আলী হোসেন ফ্যাসিবাদ সরকারের সময় থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী হিসাবে চার বছর যাবৎ ঢাকা গণপূর্ত উপবিভাগ-৫ পোষ্টিং নিয়ে এখনও বহাল তবিয়তে রয়েছেন।

বিএনপিকে দমন নিপীড়ন করার জন্য খিচুরি আয়োজন করা শত কোটি টাকার মালিক বনে যাওয়া গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আলী হোসেন নিজেই সিন্ডিকেট করে ঠিকাদারী প্রতিষ্ঠান কে একটি লাভের কমিশন দিয়ে নিজেই ঠিকাদার কাজ করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ফ্যাসিবাদ সরকারের পতন হলেও মোঃ আলী হোসেন বহাল তবিয়তে গণপূর্ত অধিদপ্তরে নিজেই ঠিকাদারী সেজে দুর্নীতি অনিয়ম করে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। সাধারণ ঠিকাদার কাজ করতে গেলে তাদের কাজ করতে দেয়া হয় না তিনি শতকরা ৬৫% টাকা নেন নিজেই ঠিকাদারী কাজ করেন। প্রত্যাশী সংস্থা গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী অত্র কার্যালয়ের গুরুত্বপূর্ন প্রকৌশলী ও ব্যক্তিবর্গ হওয়ায় সাধারণ ঠিকাদারদের তালবাহানা দেখিয়ে ভয় প্রদর্শন করে নিজেই ঠিকাদারী করেন। প্রধান প্রকৌশলীর কার্যালয়ে তাই তিনি নামমাত্র কাজ করে ৩০% টাকা পকেটস্থ করেন এভাবে তিনি ফ্যাসিবাদ সরকারের সময় কোটি কোটি টাকা কামিয়েছেন।

আরো জানা গেছে, মোঃ আলী হোসেন ২০২১-২০২২,২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছরে জুন মাসে আহবান হওয়া দরপত্র কাজ না করে ঠিকাদারী প্রতিষ্ঠান কে একটি লাভের অংশ দিয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান ও ২০২৩-২৪ অর্থ বছরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান সাথে কোটি কোটি টাকা ভাগাভাগি করে নেন। ঢাকা গণপূর্ত বিভাগ-২ এর ইজিপি পোর্টালে দেখলে প্রমান পাওয়া যাবে যে ২০২১-২০২২ ও ২০২২-২৩ অর্থ বছরে দুই দিন কাজ সমাপ্তের সময় দেখিয়ে এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে মোঃ আলী হোসেন কাজ না করিয়ে কোটি কোটি হাতিয়ে নিয়েছেন।
গণপূর্ত অধিদপ্তরের অপ্যায়নের নামে আলী হোসেন বছরে কোটি কোটি লোপাট করার অভিযোগ পাওয়া গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে অপ্যায়ন খাতে থোক বরাদ্দ দেয়া হয় পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এই বরাদ্দ শেষ করে আরও কোটি কোটি অপ্যায়ন খাতে খরচ করেন।

২৮ অক্টোবর ২০২৩ বিএনপির সমাবেশ ঠেকাতে যে খিচুরির আয়োজন করা হয় তার মূল নায়ক ও মাঠ পর্যায়ের বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলী হোসেন। মোঃ আলী হোসেন ‘র’এর একজন সক্রিয় সদস্য ও ভন্ডপীরখ্যাত ছাত্র জনতা হত্যা মামলার আসামী প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতারের কাছের লোক হওয়ার ফ্যাসিবাদ সরকারের অন্যতম দোসর হিসাবে কাজ করে মোঃ আলী হোসেন। প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার কে ঢাকা গণপূর্ত বিভাগ-৪ থেকে শত শত কোটর টাকা কামিয়ে দিয়েছেন যার ক্যাশিয়ার ভূমিকা পালন করেছেন। ফাসিবাদ সরকারের পতন হলেও সুকৌশলে ভোলপাল্টে এখন বহাল তবিয়তে রয়েছেন আলী হোসেন।

এসএস//

Share Now

এই বিভাগের আরও খবর