সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মানব কথা: সৌদি আরবের কাছে এআইএম-১২০সি-৮ মডেলের মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সহায়তা সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পেন্টাগন। এই অস্ত্র বিক্রির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩.৫ বিলিয়ন ডলার (প্রায় ৩৭ হাজার ৫০০ কোটি টাকা)।
শনিবার (৩ মে) ইসরাইলি সংবাদমাধ্যম দ্যা জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতি উল্লেখ করে বলা হয়েছে, পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসএসএ) শুক্রবার কংগ্রেসকে এই সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার ১ হাজার ‘এআইএম–১২০সি-৮’ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে (এয়ার টু এয়ার) এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়।
আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সৌদি আরব সফরে দেশটির নেতাদের কাছে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিভিন্ন অস্ত্র বিক্রির প্রস্তাব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তার আগেই ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির খবরটি সামনে এল।
সূত্র : রয়টার্স ও জেরুসালেম পোস্ট