তিউনিসিয়ায় প্রধানমন্ত্রী বদল করলেন প্রেসিডেন্ট, কারণ জানাননি

সময়: 7:58 am - August 8, 2024 |

তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে আহমেদ হাচানিকে গতকাল বুধবার বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। তবে এ পদক্ষেপের কোনো ব্যাখ্যা দেননি তিনি।

দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কামেল মাদৌরিকে। তিনি দেশটির সামাজিক বিষয়ক (সোশ্যাল অ্যাফেয়ার্স) মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

গতকাল তিউনিসিয়ার প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
আহমেদ হাচানি গত বছরের ১ আগস্ট তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। তিনি নাজলা বাউডেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন। আনুষ্ঠানিক কোনো কারণ উল্লেখ না করে তাঁকেও বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট সাইদ।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া কামেল গত মে মাসে তিউনিসিয়ার সোশ্যাল অ্যাফেয়ার্স মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। মাস কয়েকের মাথায় তিনি প্রধানমন্ত্রী হলেন।

কামেলের দপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে দেখা যায়, তিনি প্রেসিডেন্ট সাইদের সঙ্গে করমর্দন করছেন।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে কামেল বলেন, প্রেসিডেন্ট সাইদ তাঁকে সরকারপ্রধান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

সাইদের বয়স ৬৬ বছর। তিনি ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়ে দেশটির প্রেসিডেন্ট হন। বছর দুয়েক পর তিনি ক্ষমতা কুক্ষিগত করেন।

আগামী ৬ অক্টোবর তিউনিসিয়ায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে লড়ে আরেক দফায় দেশটির প্রেসিডেন্ট হতে চান তিনি। গত সোমবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর