বাগেরহাটে সাংবাদিক হায়াতের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন”
মানব কথা: বাগেরহাট পৌর বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনের (৪২) হত্যাকারীদের দ্রুত সময়েরমধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন-বিআরজেএ।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে সংগঠন চেয়ারম্যান মোহাম্মদ শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব বলেন, ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলার ঘটনার খবর পাওয়া গেছে। কে কাহারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তা দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অপরাধের সনাক্ত করার দাবি জানানো হয়।
জেলা প্রতিনিধিদের তথ্যে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে এবং পরে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাংবাদিক হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে বাগেরহাটে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।













