কক্সবাজারে এটিএমের মাধ্যমে বিশুদ্ধ পানি পাচ্ছে অর্ধলাখ মানুষ
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি: দীর্ঘ দিন পর বিশুদ্ধ পানি পাচ্ছে কক্সবাজারের ৫০ হাজারের বেশি জলবায়ু উদ্বাস্তু মানুষ। বুধবার (৯ অক্টোবর) দুপুরে শহরের কুতুবদিয়া পাড়ায় আধুনিক এ পানি শোধনাগার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ।
স্থানীয় সাবেক কাউন্সিলর আক্তার কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পগুলোর পেপারস হস্তান্তর করা হয়।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর অর্থায়ন এবং কক্সবাজার পৌরসভার সার্বিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করে উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
অনুষ্ঠানে ইউনিসেফের প্রধান ওয়াশ অফিসার পিটার জর্জ এল মেইজ, ইউনিসেফ কক্সবাজারের অফিস প্রধান বিষ্ণু পোখরেল, ওয়াশ স্পেশালিস্ট জাহিদ মামুন, সাজেদা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ডিএসকে’র ওয়াশ ডিরেক্টর এম এ হাকিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
উদ্যোক্তারা জানায়, এটিএম কার্ড ব্যবহার করে বুথের মাধ্যমে মাত্র ২০ পয়সা ফি দিয়ে ১লিটার এবং এক টাকায় ৫ লিটার পানি পাবে উপকারভোগীরা।
এই শোধনাগারটি ছয় ধাপের উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিঘন্টায় ৪ হাজার লিটার লবণমুক্ত পানি উৎপাদন করতে সক্ষম। এটি পৌরসভার জলবায়ু-সংবেদনশীল এলাকায় পানির সংকট নিরসনে একটি উন্নত ও উদ্ভাবনী বড় পদক্ষেপ।
পাইপলাইন নেটওয়ার্ক এবং ১২টি পানির এটিএম বুথের মাধ্যমে হাজার হাজার পরিবারকে নিরাপদ পানি সরবরাহ করবে এই শোধনাগার। বিশেষ করে ১নং ওয়ার্ডের উচ্চ লবণাক্ততা ও আয়রন দূষণের কারণে পানির অভাবভোগী মানুষগুলো এই প্রকল্পের সরাসরি উপকারভোগী হবে।
এই শোধনাগার প্রকল্পের সাথে সাথে পৌরসভায় জলবায়ু সহিষ্ণু ৫০টি কমিউনাল টয়লেট নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। যা নিশ্চিত করবে দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা।