সোনাইমুড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সময়: 6:04 am - December 10, 2024 |

নোয়াখালী প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বো আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার(৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে প্রথমে জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন, র‍্যালী ও পরে বেলুন উড়িয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার প্রধান অতিথির বক্তব্যে নারী-পুরুষের বৈষম্য ও দুর্নীতি বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এখনো দেশে নারী-পুরুষের মধ্যে বৈষম্য বিদ্যমান। এমনকি সরকারি পেশার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও অনেক সময় জেন্ডার বৈষম্য করা হয়। যে দেশের অর্ধেক নারী, সেখানে নারীদের দমিয়ে রেখে সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। দেশকে দুর্নীতি মুক্ত ও বৈষম্য মুক্ত করতে তিনি সকলে নিজ নিজ অবস্থার থেকে সচেতন থাকার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজে কেউ দুর্নীতি করছে, কেউ তাকে সহায়তা করছে আর অধিকাংশ দুর্নীতির বিরুদ্ধে চুপ থাকছে। আর একারনে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হচ্ছেনা। সকলে যারযার ধর্মীয় অনুশাসন, দেশের আইন ও নীতি-নৈতিকতার চর্চা করলে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে তবেই দুর্নীতি নির্মূল করা সম্ভব।

উপজেলা সহকারী কমিশনার ভূমি দ্বীন আল জান্নাত বলেন, দুর্নীতি রোধ করতে জানতে হবে কোন অফিসে গেলে কোন সেবা কিভাবে পাওয়া যাবে। সেটা সকল সেবা গ্রহীতার জানা দরকার। ১১৭০ টাকা দিয়ে সরকারি ভাবে নামজারি করা সম্ভব কিন্তু যারা সেবা গ্রহীতা তারা এই বিষয়ে জানেননা। তারা নিজেরা আবেদন না করে অন্যের মাধ্যমে আবেদন করে। পরে কোন সমস্যায় যোগাযোগ করলে তাদের পাওয়া যায়না। ভূমি অফিস নিয়ে সকলের নেগেটিভ ধারনা আছে। সেটা পরিবর্তনের জন্য তিনি সকলের সহায়তা চেয়েছেন। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে তিনি সকলকে সজাগ-সচেতন থাকার অনুরোধ জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইঁয়া। তিনি সকল আলেমদেরকে জুম্মার দিনে দুর্নীতির বিরুদ্ধে আলোচনা করার অনুরোধ করেন।

একই মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সোনাইমুড়ী উপজেলার তিন নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়। অর্থনৈতিক সফলতা অর্জনের জন্য ফাহিমা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতার জন্য মোসাম্মদ লুৎফুন্নাহার বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় রত্না আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর