ইসরাইলে হাইপারসনিক মিসাইল ছুড়েছে হাউছি

সময়: 10:10 am - December 29, 2024 |

মানব কথা: ইসরাইলের বিমান ঘাঁটি লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউছি সম্প্রদায়। এ নিয়ে গোষ্ঠীটি গত আট দিনে ইসরাইলে পঞ্চমবারের মতো হামলা করেছে।

শনিবার (২৯ ডিসেম্বর) দলটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হাউছি মুখপাত্র জানিয়েছেন, তারা দক্ষিণ ইসরাইলের নেগেভ অঞ্চলের নেভাটিম বিমান ঘাঁটিতে হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এ হামলায় দু’টি মিসাইল সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

বিবৃতিতে সারি তেল আবিবকে সতর্ক করে বলেন, ইসরাইল যত দিন না গাজায় আগ্রাসন বন্ধ করে স্ট্রিপ ত্যাগ করবে, তত দিন তার বাহিনী ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে ইসরাইলে সামরিক হামলা অব্যাহত রাখবে।

আজ রোববার সকালে ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে শনিবার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করলে সেটি প্রতিহত করা হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

Share Now

এই বিভাগের আরও খবর