চাটখিলে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

সময়: 9:10 am - March 19, 2025 |

আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালীর চাটখিলে র‌্যাব-১১ এর বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলা এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম ইফতেখার নাবিল লিমন(২৩)।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, চাটখিল থানার মামলা নং-২/২০২৫ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোট এর এজাহারনামীয় আসামি ইফতেখার নাবিল লিমন গ্রেফতার করেন।

লিমন নোয়াখলা ইউনিয়নের সাত্রাপাড়া (মিজি বাড়ী) এর লোকমান হোসেনের ছেলে।

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী আরো জানান, গ্রেফতারকৃতআসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও চাটখিলএলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সাথে জড়িতদের ব্যাপারে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী কঠোর ভাষায় বলেছেন, যারা যেকোনো ধরনের অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চাটখিল উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করলেই তাদের বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর