সাবেক ছাত্রলীগ নেতা নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম ভোল পাল্টে ঢাকায় বহাল তবিয়তে

সাব্বির আহমেদ: সাবেক ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম একটি পোষ্টিং ঢাকার বাহিরে ছাড়া পুরো সময় ফ্যাসিবাদ সরকারের আশির্বাদে ঢাকায় পোষ্টিং বাগিয়ে গণপূর্ত অধিদপ্তরে দাপিয়ে বেড়ানো প্রকোশলী জহুরুল ইসলাম এখন শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ-২, ঢাকার নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে নিয়োজিত বিগত ছয় মাস ধরে ভোল পাল্টে সেজেছেন বিএনপির নেতার অত্মীয় পরিচয়ে এই হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের ঢাকার প্রাইজ পোষ্টিং বাগিয়ে নেয়ার অভিনব কৌশল। বিগত ছয় মাসে নিয়ম নীতির তোয়াক্কা না মেরামত ও রক্ষণাবেক্ষন এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করেছেন যার আইডি নাম্বার গুলি হলো Id.no.1090834 Id.no.1090808 Id.no.1090807 Id.no.1090774 Id.no.1090467 Id.no.1079384 Id.no.1076333 Id.no.1075872 Id.no.1075905 Id.no.1075883 Id.no.1065503 Id.no.1065111 Id.no.1060774 Id.no.1060776 Id.no.1066930 Id.no.1055873 Id.no.1044577 Id.no.1044576 Id.no.1036578 Id.no.1037641 Id.no.1037631 উক্ত দরপত্র আহবান করে পছন্দের ঠিকাদারদের কাজ দিয়ে মোটা কমিশন বানিজ্যের করে কোটি কোটি কামিয়েছেন। ছাত্র ও জনতার আন্দোলনের পর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন পর গণপূর্ত অধিদপ্তরে মুখে মুখে শোনা যায় সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী সংস্থাপন ও সমন্বয় মোঃ শহিদুল আলম কে দেড় কোটি দিয়ে ভোল পাল্টিয়ে শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ-২ পোষ্টিং বাগিয়ে নিয়েছেন। চাকরি জীবনে সহকারী প্রকৌশলী হিসেবে শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ-৩ পদায়ন পান সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে প্রাইজ পোস্টিং বাগিয়ে নিয়েছিলেন। এর পর উপ- বিভাগীয় প্রকৌশলী হিসাবে মতিঝিল গণপূর্ত বিভাগ, নারায়নগঞ্জ গণপূর্ত বিভাগ ও রিজার্ভ সংস্থাপনে সংযুক্ত হন তবুও তিনি কুষ্টিয়া গণপূর্ত বিভাগে যান নি তিনি এতই ক্ষমতাধর ছিলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তাকে ঢাকার বাহিরে অর্ডার করলে প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার তা বাতিল করতে বাধ্য হন। চলতি অর্থ বছরে এপিপির কাজ নিয়ে আরও ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করে টেন্ডার বানিজ্য চালাবে একাধিক সুত্রে জানা যায়। এ বিষয়ে জহুরুল ইসলাম বলেন ওটিএম করছি তবে কম করছি প্রতিবেদক কে আর ভাই আপনি একটি বিকাশ নাম্বার দেন।