গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্যাসিবাদের অন্যতম দোসর দুর্নীতিবাজ, টিপু মুন্সির ভায়রা আবু নাসের চৌধুরী ঢাকায় পোষ্টিং বাগিয়ে বহাল তবিয়তে
নিজস্ব প্রতিবেদক: গণপূর্ত অধিদপ্তরের মাফিয়াখ্যাত ও ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর সাবেক প্রধান প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান মুন্সী ওরফে টিপু মুন্সি ভায়রা আবু নাসের চৌধুরী ঢাকা গণপূর্তর সার্কেল-২ পোষ্টিং বাগিয়ে নিয়েছেন দশ কোটি টাকা দিয়ে জোর অভিযোগ পাওয়া গেছে। আবু নাসের চৌধুরী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নির্বাহী প্রকৌশলী হিসাবে দির্ঘ দিন গণপূর্ত সম্পদ বিভাগে থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এবং টেন্ডার বানিজ্যের মহাউৎসব করছেন। একইভাবে বগুড়া গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে এপিপির কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান অনুমতি দিয়ে কোটি কোটি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বগুড়া গণপূর্ত বিভাগে ২০২৪-২৫ অর্থ বছরে আবু নাসের চৌধুরী ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান অনুমতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশেষ বরাদ্দের কাজ ও এপিপির কাজ দিয়ে ১০% কমিশন হাতিয়ে নিয়েছেন। উক্ত ওটিএম দরপত্র আহবানের আই ডি গুলি হলো Id.no.1111781 Id.no.1119316 Id.no.1113079 Id.no.1111563 Id.no.1111558 Id.no.1111559 Id.no.1111560 Id.no.1111570 Id.no.1111567 Id.no.1111569 Id.no.1111561 Id.no.1111564 Id.no.1111565 Id.no.1111566 Id.no1081546 Id.no.1100790 Id.no.1102028 Id.no.1091973 Id.no.1091974 Id.no.1091975 Id.no.1091976 Id.no.1091977 Id.no.1091978 Id.no.1091979 Id.no.1082159 Id.no.1080235 Id.no.1080236 Id.no.1069131 Id.no.1070874 Id.no.1070875 Id.no.1070876 Id.no.1071265 Id.no.1043248 Id.no.1029596 Id.no.1018159। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের ভেরিয়েশন সুবিধা ঠিকাদার নিকট থেকে কোটি কোটি হাতিয়ে নিয়েছেন। এই আবু নাসের চৌধুরী গণপূর্ত অধিদপ্তরের মাফিয়াখ্যাত সাবেক প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী ওরফে টিপু ভায়রা হওয়ায় ফ্যাসিবাদ সরকারের সময় গোটা গণপূর্ত অধিদপ্তরে দাপিয়ে বেড়িয়েছেন। বগুড়া গণপূর্ত সার্কেলে পোস্টিং এর পর কমিশন বানিজ্য করতে সপ্তাহে দুই দিন গিয়ে টাকা হাতিয়ে নিয়ে বাকি সময় ঢাকার ওয়াকিং সার্কেলে পোস্টিং বাগিয়ে নিতে ঢাকায় তদবির করেন যা বগুড়া গণপূর্ত সার্কেলের সিসিটিভি ফুটেজ দেখলে প্রমান পাওয়া যাবে এবং ঢাকা গণপূর্ত সার্কেল-২ পোষ্টিং বাগিয়ে নিতে সক্ষম হয়েছে। আবু নাসের চৌধুরী ঢাকা বসুন্ধারা আবাসিক এলাকায় আই ব্লকে একটি বিলাস বহুল ফ্ল্যাট রয়েছে, মোহাম্মদপুর একটি ফ্ল্যাট, বারিধারায় একটি ফ্ল্যাট, গুলশান-২ একটি ফ্ল্যাট ক্রয় করছেন ও গাজীপুরে বিশ একর জায়গা ক্রয় করছেন। এছাড়া নামে বেনামে অঢেল সম্পদের পাহাড় রয়েছে উত্তরা ব্যাংকে বিপুল পরিমান টাকা আছে।















